কি অদ্ভুত মানুষের জীবন, মানুষ বদলায় নুতন করে জন্ম হয় বারবার ভেঙ্গে চুড়ে হোঁচট খেয়ে প্রতিকুল আবহাওয়া বেয়ে মৃত্যু নিশ্চিত জেনেও গন্তব্যের গমনে জন্মায় অসংখ্য বার । স্বপ্ন গুলোর কবর দিতে হয় চোখের সামনে তিলে তিলে জীবন শেষ হতে দেখেও যেন নির্বিকার । তবু ও রাত শেষে ভোরের অপেক্ষায় ।
যাকে আকাশ ভাবতাম সেই নির্মম ভাবে দূরে ঠেলে দিল, যাকে নিয়ে হাজার স্বপ্ন দেখতাম কল্পনায় ছবি আঁকতাম সেই ধূসর করে দিল পৃথিবী ।যাকে মলিন মুখের এক চিলতে হাসি মনে করতাম সেই দুচোখ ভরে সারা জীবনের জন্য অশ্রু উপহার দিয়ে গেল, যাকে ক্লান্তি শেষে মানসিক প্রশান্তি মনে করতাম সেই মানসিক রোগী বানিয়ে দিল, যার সাথে আজীবন কটার জন্য হাজারও বাহানা খুঁজতাম সেই কথার আঘাত দিয়ে বিতাড়িত করে ছেড়ে চলে গেলো আমার
অস্তিত্ব পৃথিবী থেকে ?
📝এম জাফর


Thanks again