বৈশাখী
আমার জন্ম টাই ভুল ছিল ভুল ছিল পৃথিবীতে আসা, আমার এই অভিসপ্ত জীবনে তুমি ছিলে একমাত্র বেঁচে থাকার অবলম্বন ! সেই অবলম্বন টা হারিয়ে ফেলেছি, কি নিয়ে বেঁচে থাকবো আমি?
বৈশাখী
আমার কোন অভিযোগ ছিল না তোমার প্রতি করতে ও চাই না।যা কিছু ভুল ছিল সব আমার, ভুলে ভরা জীবনে আমি এক মহা পাপী, আর সেই পাপের শাস্তি তো আমাকে পেতেই হবে। আমার অপরাধ, তোমাকে আমার স্বর্গীয় ভালবাসা।
আমার স্বর্গীয় ভালবাসাই আমাকে করেছে নিঃসঙ্গ। তুমি ছিলে পরিশুদ্ধ তোমার কোন ভুল ছিল না ।
বৈশাখী
তুমি তো স্বর্গের অপ্সরী।
তুমি সাধারণ নও । আমি অপরাধী মহা পাপী, তোমার সাথে যত দিন থেকেছি ,তত ভালোবেসেছি । তুমি নাই তো কি হয়েছে আমার স্বর্গীয় ভালবাসা তো আছে।এ জীবনে তোমায় নাইবা পেলাম পর জন্মে পরিশুদ্ধ হয়ে ফিরে আসবো তখন তুমি ফিরিয়ে দিও না, এ জন্মের থেকে পর জন্মে আরো বিশাল সমুদ্র সম ভালো বাসবো তোমায়।
জানো বৈশাখী
আমি তো ভাল বাসাতেই জানি না। তুমি তো লায়লা আমি তো মজনু নই । আমি এক সাধারণ অতি নগন্য।আমি নষ্ট হয়ে গেছি, তোমার বলা যত খারাপ অভ্যাস সব আমায় পেয়ে বসেছে।তুমি সিগারেট ছাড়তে বলেছিলে ছেড়ে ছিলাম , তুমি নাই এখন কষ্ট আর সিগারেট ই তো তুমি ! তোমার দেওয়া কষ্ট আমায় নষ্ট করে ফেলেছে। হৃদয় টা খাঁ খাঁ
শুন্য হয়ে গেছে। মস্তিষ্কের বিকৃতি ঘটেছে
হয়েছি উন্মাদ। লিখতে পারছি না তবুও উল্টো পাল্টা লিখছি।
আমি পারিনি বৈশাখী
আমি পারিনি তোমার ভালোবাসা হতে আমি পারিনি তোমায় এক বিন্দু ও ভালবাসতে। হয়েছি মানসিক টর্চারের অভিযোগে ফেরারী আসামি।আর কতো সইবে তুমি যেখানে ভালোবাসা নেই সুখ শান্তি নেই, সেখানে কেন পরে থাকবে তুমি। আমি নিশ্চুপ শুধু অপেক্ষার প্রহর গুনছি ওপারে যাওয়ার । তোমায় ভালোবাসতে না পারি তোমার কষ্ট হয়ে থাকবো না আর।তোমায় ফিরিয়ে দেবার সাধ্য আমার নেই তুমি তো স্বর্গের অপ্সরী। তোমায় আটকে রাখার এতটুকু ক্ষমতা ও আমার নেই।
বৈশাখী
এই পৃথিবীতে আমার একবার ই জন্ম ,যদি দ্বিতীয় বার জন্ম হতো ফিরে আসতাম নিষ্পাপ ফেরেস্তা হয়ে, তোমায় ভালো বাসতে বাসতে পাগল করে দিতাম। কিন্তু আমার একবার ই জন্ম । জন্ম টাই যেন অভিসপ্ত।
বৈশাখী তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই। তুমি নিষ্পাপ ছিলে নিস্পাপ হয়ে ই থাকবে আমার এ জীবনে পর জীবনে ।
----এম জাফর

Thanks again