তবুও ভালোবাসা
-এম জাফর
সীমাহীন পৃথিবীতে অভাবি আমি এক মুঠো সুখের
বুঝাতে পারিনি আমার স্পন্দনে ব্যাথার ক্ষত বুকের
কত শত পথ পেরিয়ে অতীথী পাখিরা ছুটে যায় অদূরে
ক্লান্ত পরিশ্রান্ত হৃদয় অভিমানের আগুনে জ্বলে পুড়ে।
সঙ্গিহীন ডাহুকের হাহাকারের আত্মচিতকার শুনেছি
মৃত্যু পথযাত্রী রোগীর বোবা কান্নার অশ্রু দেখেছি
তবু ও ভালোবাসা বিমর্ষ হৃদয় যন্ত্রণাস্নাত চাইছে সুখ
নিশাচর নির্লজ্জ বেহায়া মন খুঁজে সেই চিরচেনা মুখ ।
দিগন্ত পেড়িয়ে নীল অন্ধকারের মাঝে হারিয়েছি প্রেম
নিঃসঙ্গ একাকী নিষ্ঠুর নগরীতে খেলেছি মিথ্যে গেম
ভুল ভালোবাসায় জড়িয়ে হৃদয় প্রদীপ নিভে গেছে
জীবনের মুক্তির পথে স্বপ্ন ভেঙ্গে অন্ধকার ঘনিয়েছে।


Nice 👍
ReplyDelete