সব শূন্য
-এম জাফর
মনে পড়ে কিশোর বয়সের কথাআনন্দ উল্লাসে দুরন্ত পনায় মাতা
খেলা ধুলা বন্ধু বান্ধবের সাথে চলা
লেখা পড়া স্কুল হাসি ঠাট্টার পালা।
যৌবনে সংসার মায়া মমতায় ঘেরা
জীবন মানে সংগ্রাম যন্ত্রনায় ভরা
অক্লান্ত পরিশ্রমের পরেও সব শূন্য
পাশের মানুষের আচরন যেন বন্য।
বৃদ্ধ বয়সে ছেলে মেয়ের সাথে থাকা
গল্প কথায় উদাস মনে স্বপ্ন আঁকা
নেই আশা ভরসা নেই মান সম্ভ্রম
আমাদের শেষ আচ্রয় বৃদ্ধা আশ্রম।

Thanks again