বৈশাখী
--এম জাফর
পহেলা বৈশাখে জন্ম খুশিতে মাখামাখি
মা নানি নাম দিয়েছেন তাই বৈশাখী
হাসি খুশিতে ভরা অপ রুপ সুন্দরি
কেউ বলে মায়াবী কেউ বলে আদুরী
দিন যায় মাস যায় হয় ওঠে কুমারী
মতাল হাওয়ায় ভাসে তার রুপ মাধুরী
পাতলা গরণ দুধে আলতা রং বড়ই ঢং
নিত্য নতুন মেকআপে সাজে সং ।
রুপে গুণে অন্যান্য যেন মহারাণী
বধু সেজে হলো পরের ঘরের ঘরণী
সুখে শান্তিতে ভরে যায় রুঙ্গিণ জীবন
ভেবে আকুল কাটবে সময আজীবন।

Thanks again