জীবন আজ প্রেশার কুকারে বন্দি, শুধু ছটফট করে যাচ্ছে অক্সিজেনর অভাবে ।কে দেবে খুলে দীর্ঘ শ্বাস
নিয়ে প্রাণ ফিরে পাওয়ার আকুতি।
আমি বাঁচতে চাই আর দশটা সাধারণ মানুষের মতো
স্বাভাবিক ভাবে । কোথায় গেলে পাব আমার কলিজার টুকরা আমার প্রাণের স্পন্দন আমার মাকে ?
এতো বড় পৃথিবীতে কোথায় যেন এক টুও অক্সিজেন নেই আমার জন্য দম বন্ধ আসছে? আজ এই ঈদের দিন মানুষ আনন্দের জোয়ারে ভাসতে চাই।আর আমি
বাঁচতে চাই না, মৃত্যুর জম দূত তুমি কোথায় এই কলংকিত জীবনে আর কেউ আপন নয় পৃথিবী মনে হয় বেইমান বিশ্বাস ঘাতক নিস্ঠুর প্রতারকদের বাসযোগ্য স্থান , আমার জন্য নয় । কিন্তু মৃত্যু এত সহজ নয় একজনের হকুম ছাড়া হয় না, তাই বিধাতা
আমার এই জগত থেকে মুক্তি দিয়ে অন্য কোন জগতে
নিয়ে যাও ?
-এম জাফর

Thanks again