তোমাকে পেয়ে ভুলেই গিয়েছিলাম জীবনে ভালো কিছু আমার বেশি দিন টিকে না। আমার বেলায় কেন
এমন হয় জীবনের প্রিয় জিনিস হারাতে হয় । বিধাতা
তোমার প্রিয় কোন কিছু হারোনোর ব্যাথা তুমি কি বোঝনা , তাহলে আমার ব্যাথা কেন তুমি বোঝ না।
বিধাতা আমি মরতে চাই না আমি বাঁচতে চাই আমি বাঁচাতে চাই ! তুমি ফিরিয়ে দাও আমার স্বাভাবিক জীবন,আমি তোমার কাছে আমার জীবন ভিক্ষা চাই,
আমি মরতে চাই না আমি মরতে চাই না ? আমি বাঁচতে চাই -----?
আমার মনের কথা পৃথিবীর কেউ না বুঝুক তুমি তো বোঝ , আমি এতো দিন ভাবিনি পৃথিবীতে সবকিছু
মিছে একমাত্র তুমিই সঠিক, তুমি ছাড়া আর কেউ নেই
আমার । তুমি কি চেয়েছিলে পৃথিবী মিথ্যার জগতে পরিনত হক চাওনি তো তাহলে আমায় কেন মিথ্যার
ফাঁদে ফেলে তিলে তিলে মারতে চাও আমার কি অপরাধ ? হে আল্লাহ এই মিথ্যার জগতে এ জীবন আর নিতে পারছি না, তুমি ই বলে দাও আমি করবো,
তোমার কাছে আমার জীবনের শেষ চাওয়া তুমি আমার এ জীবন থেকে মুক্তি দাও -------?
--এম জাফর

Thanks again