সেও এক দিন
তুমি যার হাত ধরে মুক্ত পাখির মতো উরাল দিলে আমর খাঁচা থেকে, তোমার খাঁচা থেকে সেও একদিন উরাল দেবে ? তুমি আমার হৃদয় নিংড়ানো ভালবাসা কে যে ভাবে অপমান করেছো তেমনি ভাবে তুমি ও অপমানিত হবে তার কাছ থেকে ! মানুষ যেমন বিধাতাকে বিশ্বাস করে তেমনি আমার বিশ্বাস কে বুলডোজার দিয়ে গুড়িয়ে দুমরে মুচড়ে ভেঙ্গে চুরমার করে দিয়েছো ? তোমার বিশ্বাসের ঘরে একদিন বুলডোজার চালিয়ে দেবে সেও ? বিধাতার কাছে মানুষের কথা অকাট্য দলিল আমানত স্বরুপ, সেই আমানতের খিয়ানত করেছ, শুধু আমার সাথে ই বিশ্বাস ঘাতকতা করনি করেছো বিধাতার সাথে ও !
তুমি জানো না
আমার স্বর্গ ছিলে তুমি ছিলে সুখের প্রদীপ । আমার অন্ধকার জীবনে জোনাকির মতো আলো জেলে পুর্নতা দিয়ে ছিলে । তোমার আঁচলে মুখ লুকিয়ে সব দুঃখ কষ্ট ভুলে যেতাম। শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চেয়েছিলাম তোমার বুকে মাথা রেখে ! তুমি ছিলে আমার সকল অসুখের ঔষধ।
তুমি ভাবলে না
গভীর গিরিখাত থেকে যখন টেনে তুললে
ফিরে পেলাম নতুন জীবন, তোমার স্বপ্নের ঘুড়ি হয়ে পাড়ি দিতে চেয়েছিলাম স্বপ্নীল জীবন ঠিক তখনই
তুমি ঘুড়ির সুতো কেটে দিলে ! আবার অন্ধকার জগতের বাসিন্দা হয়ে গেলাম ?
অন্ধকার ভালো লাগে আলো দেখলেই ভয় পাই।
এসিডে দগ্ধ হয়ে যাওয়া এই মুখ যেন কেউ দেখতে না পায়! নেশার দেবি ভর করেছে আমার উপরে,
নেশার ঘোরে মাতাল হয়ে খুজি তোমার মুখ ।
এই আমার নষ্ট জীবনে শেষ একবার দেখতে চাই
তোমার মুখ ।
---এম জাফর

Thanks again