মা মুনি
-এম জাফর
মা তুমি আমার অক্সিজেন
মা তুমি আমার প্রাণের স্পন্দনমা তুমি আমার ধ্রুবতারা
মা তুমি আমার হৃদয়ে খুশিতে ভরা ।
মা তুমি আমার সুখের স্বর্গ
মা তুমি আমার আশার দুর্গ
মা তুমি আমার স্বপ্নের রানী
মা তুমি আমার মুছে দিবে সব গ্লানি।
মা তুমি আমার রুপকথার রাজকন্যা
মা তুমি আমার যমযম কুপের ঝর্না
মা তুমি আমার কুরবানী
মা তুমি ফিরবে হয়ে জান্নাতের সরদারনী!


Thanks again