শেষের পাতায়
জীবনের ইতিহাসের শেষ পাতায় শুধু অন্ধকার নগরী শুন্যতার একরাশ কালো ছায়া মিছে সব মায়া মিছে সব ভালোবাসা নেই আপনজন নেই প্রিয়জন । শুন্য এই পৃথিবীতে কেন বুঝিনি মিথ্যের মায়ায় জড়িয়ে আমি এক অবুঝ শিশু আমাকে নিয়ে
খেলেছে প্রতিনিয়ত---- ?
আমি নির্বোধ বালকের মতো খেলা দেখেছি ভাবিনি সব খেলার একটা ফালাফল আছে হয় জীত নয়তো হার।আমাকে নিয়ে ক্রিকেট খেলেছে আম্পায়ার কে গাল মন্দ করায় আজীবন নিষিদ্ধ হয়েছি আমি ?
আমি আমায় নিয়ে ভাবিনি এই নিষিদ্ধের খেলায় নিষ্পাপ একটি জীবন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে,
বিধাতা তুমি তো জীবন দিয়েছো তাহলে একটি নিষ্পাপ জীবন যারা তোমার চোখের সামনে নিশ্বেষ করছে, তুমি কি দেখেছো না তোমার কিছুই করার নেই, জীবন দিয়ছো তুমি কেরে নেওয়ার অধিকার শুধু তোমার, তাহলে কেন তুমি নিশ্চূপ ?
আজ তোমাকেও মিথ্যে খেলার রেফারি মনে হয় আমার তূমিও খেলছো আমায় নিয়ে কিন্তু কেন ---?
এই কেনর কোন জবাব তোমার কাছে নেই যদি থাকে তাহলে দেখিয়ে দাও কারো জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার শুধু তোমার আর কারোর নয় ---?
--এম জাফর

Thanks again