আমি জানি তুমি ফিরবে না তোমার অপেক্ষায় আছি তীর্থের কাকের মতো উদাশ দুপুরে।
তোমার মিথ্যে অভিনয় কুলশীত আচারণের কারণে
নিস্পাপ একটি জীবন ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়েছে।
তোমার অপেক্ষায় পারিনি যে পথ পাড়ি দিতে অনায়াসে সেই পথ আজ পারি দিতে শত বছরের বাধা
এসে মনে আকরে ধরে। আমি পারবো না অস্বাভাবিক
চাওয়া পুরন করতে , আমি পারবো না তোমার মনের মতো হতে, তোমার চাওয়া পাওয়ার গুরুত্ব যে আমার কাছে কতটা মুল্যবান ছিল তা তুমি অতীতে ফিরে দেখ, তুমিহীনা পৃথিবী আমার সূর্য গ্রহণের নিশি কাল
অন্ধকারে ঢেকে যেত ! আমার জন্য তোমায় ফিরতে
বলিনি, তোমার সামনে তোমার একটা সুন্দর জীবন
তিলে তিলে দোযখের আগুনে পুড়ে ছাই হয়ে যাক তুমি কি চাও!
তুমি ভেবনা তোমার অভাব আমাকে নিঃস্ব করেছে,
আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছ তোমার
ঐ অবহেলিত ভবিষ্যত । তুমি আমাকে নিঃস্ব করতে
তোমার অজান্তেই তোমাকে নিঃস্ব করেছো । তুমি
যতটা নিষ্ঠুর তোমার চার পাশে তাকিয়ে দেখ পৃথিবী
ততটা নিষ্ঠুর নয় !
--এম জাফর

Thanks again