তোমার মিথ্যে অভিনয় আর স্বার্থ ফুরালে তুমি চলে গেলে আমাকে ছেড়ে অন্য সুখের আশায় ! শুধু ফুরালো না আমার নিখাদ ভালোবাসা । তোমার প্রতি কোনো অভিযোগ নেই, কোনো অডিশাপ দিতে চাই না। শুধু চাই তোমার মনের মতো একজন তোমার হক।
যে মিথ্যে অভিনয় করুক তোমায় সাথে মিথ্যে মায়ায় ফেলুক মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে তোমার স্বপ্ন ভেঙ্গে চূরমার দিক ছেড়ে না যাওয়ার কথা বলে ছেড়ে চলে যাক একাকীত্বের কষ্ট বুকে নিয়ে কেটে যাক তোমার নির্ঘুম প্রতিরাত ।
তাহলে বঝবে তুমি কেমন মেয়ে তুমি কখনো মানুষ ই হবে না পনঃজন্ম হলে ও তুমি মানুষ হবে না। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকতে হয় আর তোমার সব কিছু ছিল মিথ্যে অভিনয়। আমার ভালোবাসা ছিল নিঃশার্থ তোমার ভালোবাসা ছিল মিথ্যে ছলনাময়ী।
তুমি ভালো থেকো সুখে থাকো তাকেই নিয়ে যে তোমার মনের মতো -------------------------?
--এম জাফর

Thanks again