হৃদয় গহীনে
-এম জাফরহৃদয়ের ক্যানভাঁচে তোমার ছবি আঁকি
বকের খাঁচায় যত্নে রাখা পিঞ্জীরার পাখি
শত কষ্টের মাঝেও তুমি এক সমুদ্র সুখ
প্রাণ ফিরে পাই দেখলে তোমার ঐ মুখ ।
তোমার একটু ছোঁয়ায় ছাড়তে পারি ভূবন
জ্বলন্ত অগ্নি শিখা হয়ে রবে সারা জীবন
দুঃস্বপ্নের মাঝে তুমিই একমাত্র ভরসা
তোমায় পেয়ে নেমে ছিল হৃদয়ে বর্ষা ।
আদর যত্নে ফুলদানি তে সাজিয়ে রাখবো
তোমার শূন্য হৃদয় পুর্নতায় ভরিয়ে দেবো
আমার আকাশে রঙিন ঘুড়ি তুমি জীবনে
ভালোবাসার তাজ মহল হৃদয় গহীনে ।

Thanks again