কলা আমাদের অত্তান্ত চমত্কার একটি ফল। কলাতে আছে প্রচুর পটাশিয়াম। কিন্তু আপনারা কখনো করার চামরা ছরানোর পর মে টিশুর মতো দেখতে পাই, এই অংশ টা খাই না। কলা এই অংশ টার মাধ্যমে প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে।তাই পূস্টিবিদরা বলেন করার এই টিশুতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। ফলে আমরা করার এই টিশুর পুস্টি থেকে বঞ্চিত হচ্ছি।তাই আপনারা আর কখনও এই ভুলটি করবেন না।


Thanks again